মনিরুল ইসলাম ইকরাম, তজুমদ্দিন
বরিশালের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে ভোলার তজুমদ্দিনে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ ঘটিকায় তজুমদ্দিন প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, র্যালি, কেক কাটা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মহব্বত খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুর রব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ সাইদুল হক মুরাদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন তজুমদ্দিন মিডিয়া হাউজ সভাপতি মাওলানা মোঃ নোমান। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শম্ভুপুর ইউনিয়ন সভাপতি জনাব কামরুজ্জামান জান্টু ।
উদ্বোধনী বক্তব্যে পেশ করেন বাংলাদেশ বানীর তজুমদ্দিন প্রতিনিধি মনিরুল ইসলাম ইকরাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের তজুমদ্দিন প্রতিনিধি হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, পাঠক, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার মানুষ। সভায় সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ বাণী এর তজুমদ্দিন প্রতিনিধি ও সাংবাদিক মনিরুল ইসলাম ইকরাম।
সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ খায়ের উদ্দিন বাহাদুর। আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকাটি অল্প সময়ে পাঠকের মনে স্থান করে নিয়েছে। এর সংবাদগুলো সবসময় বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য ও জনস্বার্থমূলক। বরিশাল বিভাগের উন্নয়ন, মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এই পত্রিকার ভূমিকা প্রশংসনীয়।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের পরিচয় ধরে রাখবে। প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুর রব বলেন, “সত্য সংবাদই সমাজের পরিবর্তনের হাতিয়ার।
সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করেন। বাংলাদেশ বাণী সত্য, ন্যায় ও নৈতিকতার পথে অবিচল থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে—এই প্রত্যাশাই করি।” অনুষ্ঠানে কেক কেটে পত্রিকার সফল এক বছর উদযাপন করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।