বুলবুল আহমেদ, রাজাপুর
দৈনিক বাংলাদেশ বাণী নতুন আঙ্গিকে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজাপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯.৩০ মিনিটে রাজাপুর প্রেসক্লাব চত্বর দিয়ে র্যালিটি শুরু হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালি শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা কবির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) দপ্তর সম্পাদক জুয়েল মতুব্বর, মঠাবড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার শিকদার,
রাজাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান,রাজাপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু মাতুব্বর, রাজাপুর প্রেসক্লাবের সহ সভাপতি শামসুল আলম বাবুল,সহ সম্পাদক গোপাল কর্মকার,সাংবাদিক নেয়ামুল আহসান হিরন,খায়রুল ইসলাম পলাশ,
বাংলাদেশ বানী রাজাপুর প্রতিনিধি ও রাজাপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বুলবুল আহমেদ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।আলোচনা সভায় বক্তারা স্বচ্ছ, ন্যায়নিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা অব্যাহত রাখতে বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক, কর্মী ও প্রতিনিধি সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ এ আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।