শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিনে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ফোরামের যাত্রা শুরু

বোরহানউদ্দিন প্রতিনিধি
বোরহানউদ্দিন উপজেলায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের সার্বিক কল্যাণের লক্ষ্যে “বোরহানউদ্দিন উপজেলা মাদ্রাসা শিক্ষক ফোরাম” নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সম্প্রতি উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মোহাম্মদ নজরুল ইসলামকে আহ্বায়ক এবং মোঃ ফেরদাউসকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, আধুনিক বিশ্বে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক ও সময়োপযোগী করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও জ্ঞানচর্চার পাশাপাশি শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দিতে হবে।

আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, ফোরামের মাধ্যমে উপজেলার সব মাদ্রাসার মধ্যে সমন্বয় সাধন, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে নিয়মিত কার্যক্রম গ্রহণ করা হবে।

সভা শেষে উপস্থিত শিক্ষকরা আশা প্রকাশ করেন— এই শিক্ষক ফোরাম বোরহানউদ্দিন উপজেলার মাদ্রাসা শিক্ষার অগ্রযাত্রায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরো পড়ুন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দৌলতখানে দোয়া অনুষ্ঠান

মো. মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান বাংলাদেশের সফল সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *