বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

কাঠালিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সংবাদ সম্মেলন

আঃ রহিম, কাঠালিয়া
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ নভেম্বর সোমবার দুপুরে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝালকাঠি-১ (কাঠালিয়া- রাজাপুর) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী এনসিপি’র ফিনল্যান্ড শাখার আহবায়ক, মোঃ আহাদ শিকদার, তিনি জানান, আমরা প্রতিটি নির্বাচনী আসনের সমস্যা চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করব। তাতে আমরা নির্বাচিত হই, কি না হই, সংসদীয় এলাকার চিহ্নিত সমস্যা গুলো নিয়ে কাজ করব।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ বদিউন নবী পলাশ, এনসিপি ঝালকাঠি জেলা যুগ্ম সমন্বয়ক, মুফতি মাসুম বিল্লাহ, জেলা সংগঠক, ওমর ফারুক আবু হানিফ, এনসিপি কাঠালিয়া উপজেলা সমন্বয়ক, মহিউদ্দিন কালু মিয়া, রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক, মোঃ শাহরিয়ার শাকিল, এনসিপি কাঠালিয়া উপজেলা যুগ্ম সমন্বয়ক হারুন আর রশিদ সিকদারসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির জেলা উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি, মোঃ মাসউদুল আলম, সহ-সভাপতি ফয়সাল আহমেদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মাসুমবিল্লাহ জুয়েল, প্রচার প্রচারণ সম্পাদক, মোঃ মাসুম বিল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খাইরুল আমিন, নির্বাহী সদস্য মোঃ মহসিন খান, মোঃ আহমাদুল্লাহ রবিউল, সদস্য মোঃ সারোয়ার সিকদার, মোঃ মাহফুজ গাজী, মোঃ ইলিয়াস হাওলাদার।

 

আরো পড়ুন

কাঠালিয়ায় ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আঃ রহিম, কাঠালিয়া : ঝালকাঠির কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে গণভোটের প্রচার ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *