শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক একে কুদ্দুসুর রহমান। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চান এবং বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাসসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বেও পৃথকভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *