আবু জিহাদ, আমতলী
এপি কার্যক্রমের গুনগতমান পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা ২০২৫ আমতলীতে অনুষ্ঠিত হয়ছে।
বুধবার ৫ নভেম্বর সকাল ১০ টায় তাজমহল ক্যাফে ও পার্টি সেন্টারে এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনএসএস “Program Quality & Self Review Workshop- 2025” এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মো: কবির আহম্মেদ, উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর মো: মাঈনুল ইসলাম, বিভূূূদান বিশ্বাস এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আলিয়া সুলতানা টেকনিক্যাল স্পেশালিষ্ট কমিউনিটি এনগেজমেন্ট, মো: আসাদুজ্জামান প্রোগ্রাম কোয়ালিটি সোসালিষ্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মৃদুল সরকার প্রোগ্রাম ম্যানেজার এনএসএস, আখতারুজ্জামান মনিটরিং এন্ড ইজলুয়েশন সোসালিষ্ট এনএসএস আমতলী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন , ভিলিজ ডেভলপমেন্ট কমিটি, চাইল্ড ফোরাম, ইউথ ফোরাম, আরসি, প্যারেন্ট, সম্মানিত শিক্ষক, ধর্মীয় নেতা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক গন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।