বুলবুল আহমেদ, রাজাপুর
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বসত ঘরে আগুন। স্থানীয়দের মতে, ১৪ নভেম্বর রাত আনুমানিক তিনটা দিকে বিকট শব্দ পেয়ে বের হয়ে দেখি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি বাপ্পী মিয়ার বসত ঘর আগুনে পুড়ছে।
তখন আমরা ফায়ার সার্ভিসকে ফোন দেই। বাপ্পী মিয়া রাজাপুর উপজেলার ৪ নং গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও নিজ গালুয়া এলাকার মৃত সালাম মিয়ার ছেলে।বাপ্পী মিয়া জানান ৫ আগস্টের পরেই একটি গ্রুপ আমার বসত ঘরে আগুন দিতে চেয়েছিল তখন স্থানীয়দের বাধার মুখে দিতে পারেনি।
আমার মা অসুস্থ থাকায় তাকে নিয়ে ঢাকায় আসার কারনে আমার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে একটি পক্ষ আমার বসত ঘরে আগুন দিছে।এত আমার প্রায় পনেরো লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
গালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ৪নং গালুয়া ইউনিয়ন এর সভাপতি বাপ্পী মিয়ার বসত ঘরে আগুন লাগার কথা শুনে দেখতে এসে দেখি সবকিছু পুড়ে ভস্মীভূত হয়েছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান রাত তিনটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সাথে ঘটনাস্থলে যাই।আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করি, তবে নিভানো সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের কারন খোজা হচ্ছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্খা নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।