শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কর্মবিরতিতে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শিক্ষা ক্যাডাররা

‎নিজস্ব প্রতিবেদক
‎বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জিও (গেজেট) প্রকাশ না হওয়ায় ও দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে।

‎‎সোমবার ১৭ ই নভেম্বর সকাল ১১ঘটিকায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের ব্যানার হাতে দাঁড়িয়ে “No Promotion, No Work” কর্মসূচি পালন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ।উল্লেখ্য থেকে এই কর্মসূচি চলমান রয়েছে।

‎‎উক্ত কর্মসূচিতে অংশ নেয় কলেজের বিভিন্ন বিভাগের ২৮ জন শিক্ষকবৃন্দ। এসময় শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে যোগ্য প্রভাষকরা পদোন্নতির অপেক্ষায় থাকলেও এখনো গেজেট প্রকাশ হয়নি। এতে তাদের পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে।

‎‎বক্তারা আরও বলেন, অবিলম্বে পদোন্নতির গেজেট প্রকাশ না হলে আন্দোলন কর্মসূচি আরও শক্তিশালী করা হবে। তারা ন্যায়সঙ্গত দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।‎

‎কর্মসূচিতে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে অংশ নেন।দ্রুত এই দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *