বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে দৌলতখানে বিএনপির স্বতঃস্ফূর্ত আনন্দ মিছিল

মো. মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় দৌলতখানে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে এবং আনন্দ মিছিল বের করে।

দক্ষিণ বাজার বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক অতিক্রম করে উত্তর বাজার শহীদ মিনার মোড় পর্যন্ত যায়। পরে পুনরায় দলীয় কার্যালয় এলাকায় ফিরে কর্মসূচি শেষ হয়। পুরো কর্মসূচি জুড়ে নেতাকর্মীদের স্লোগান,ও হাততালি এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। শেষে দলের তরুণ কর্মীরা উপস্থিতদের হাতে মিষ্টি বিতরণ করেন।

কর্মসূচির পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার। তিনি বলেন, গণহত্যার নেপথ্যে থাকা ব্যক্তির বিরুদ্ধে এ রায় জাতির দীর্ঘদিনের বেদনা ও ক্ষোভের প্রতিফলন।

সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, “এ রায়ের মাধ্যমে মানুষ বুঝতে পারছে, অন্যায়ের বিচার একদিন না একদিন হয়েই থাকে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা মোঃ রিয়াজ, পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ আলমগীর হোসেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, জহির যুগ্ন আহবায় মোঃ সুমন পাটোয়ারী যুগ্ম আহবায়ক মোহাম্মদ লাবুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অন্যান্য নেতারাও কর্মীরা।

এর আগে বিকেলেই বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় রায়কে ‘ন্যায়বিচারের বিজয়’ হিসেবে উল্লেখ করেন সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি এবং যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন।

রায় ঘোষণার প্রতিক্রিয়া শুধু রাজনীতিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি—দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজ ক্যাম্পাসেও ছাত্রদলের নেতাকর্মীরা আলাদা মিছিল করেন। ক্যাম্পাস চত্বর ঘুরে তারা রায়ে সন্তোষ প্রকাশ করেন।

আরো পড়ুন

নৈস্বর্গিক সৌন্দর্যের পর্যটন সম্ভবনার দ্বীপ তারুয়া

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : পূর্বে প্রমত্তা মেঘনা, পশ্চিমে খরস্রোতা তেতুলিয়া, উত্তরে বুড়াগৌরাঙ্গ নদ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *