বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ভোলায় ছাত্রশিবিরের নবীনবরণে উচ্ছ্বাস উদ্দীপনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ

ভোলা প্রতিনিধি
ভোলা জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদ্য ঘোষিত আলোচিত মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ দাবি তোলেন।

জাহিদুল ইসলাম বলেন, “দীর্ঘ অপেক্ষার পর গণহত্যা মামলার রায় এসেছে। তবে আমরা মনে করি শুধু রায় ঘোষণাই যথেষ্ট নয়—দ্রুততম সময়ের মধ্যে এর বাস্তবায়ন দেখতে চাই।” তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।

তার ভাষ্য, “পুলিশ প্রধান মামুনের সাজা প্রত্যাশার তুলনায় কম হয়েছে। আপিলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে আমরা আশা করি।” শেখ হাসিনার প্রসঙ্গে তিনি দাবি করেন, “তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে রায়ের প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।”

অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি আরও অভিযোগ করেন, ছাত্রলীগ বিগত সময়ে ক্যাম্পাসে “ফ্যাসিবাদী রাজনীতি” করেছে, যা শিক্ষাঙ্গনে সুষ্ঠু ছাত্ররাজনীতির পরিবেশ নষ্ট করেছে। ভোলা সরকারি কলেজ শিবিরের সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন

শিবিরের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি, পাঠাগার সম্পাদক সোহেল রানা, বিশেষ অতিথি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. পারভেজ হোসেন, শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন ও সেক্রেটারি মো. হাসনাইন আহমেদ। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ গঠনমূলক পথচলায় বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

 

আরো পড়ুন

নৈস্বর্গিক সৌন্দর্যের পর্যটন সম্ভবনার দ্বীপ তারুয়া

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : পূর্বে প্রমত্তা মেঘনা, পশ্চিমে খরস্রোতা তেতুলিয়া, উত্তরে বুড়াগৌরাঙ্গ নদ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *