শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

আজিম উদ্দিন খান, লালমোহন
ভোলার লালমোহন উপজেলায় ১০টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার সংলগ্ন বেতুয়া নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।
লালমোহন উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের বিশেষ কম্বিং অপারেশনে জব্দকৃত এসব অবৈধ বেহুন্দি জালের বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুলো জনস্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, এসিল্যান্ড কার্যালয়ের নাজির কাম-ক্যাশিয়ার মো. মেহেদী হাসান, উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগসহ লালমোহন থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ভোলা-বরিশাল সেতুর দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ভোলা- বরিশাল সেতু নির্মানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০১ডিসেম্বর (সোমবার) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *