পিরোজপুর প্রতিনিধি : ‘সচেতন, সুসংগঠন এবং স্বেচ্ছায় গণতন্ত্র রক্ষাকবচ’ এই স্লোগান সামনে রেখে পিরোজপুরে সুস্থ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সুজন—সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির উদ্যোগে এ আলোচনা সভা হয়। সভা শুরুতে ২১ নভেম্বরের ভূমিকম্পে নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বৈঠকে বক্তারা বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সচেতন ও সংগঠিত নাগরিক সমাজের বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড ও নির্বাচনী চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা দল-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং আইনি সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও স্বাধীন ও শক্তিশালী করার দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম। মূল আলোচক ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। সঞ্চালনায় ছিলেন জেলা সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের সাবেক সভাপতি সেখ সাইদুর রহমান, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল এবং বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ।
এছাড়া আলোচনায় অংশ নেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, গ্রিম ফোর্সের জেলা সভাপতি মাইনুল আহসান মুন্না, ড. আব্দুল্লাহ হিল মাহমুদ, খালেদা আক্তার হেনা, অনুপ কুমার সিকদার, জহিরুল হক টিটুসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সচেতন নাগরিকবৃন্দ।
বক্তারা নাগরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, শুধু রাজনৈতিক দলের ওপর ভরসা না রেখে একজন সচেতন ভোটার হিসেবে স্বাধীন ও নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।