মোঃ আল-আমিন, বাউফল
বাউফল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায়-দুস্থদের বাড়ির সামনে পৌঁছেছে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদের ভ্রাম্যমাণ কম্বল উপহারের গাড়ি।
আজ রোববার (২৩ নভেম্বর) বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ কম্বল উপহারের গাড়ি বাউফল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অবস্থান করেন। পরে ঘরে ঘরে কম্বল পৌছে দেন নেতাকর্মীরা।
বাউফলের জামায়াতের এমপি প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদের পক্ষে তার আপন বড় ভাই মো.মনিরুল ইসলাম আজাদ উপস্থিত থেকে শতাধিক কম্বল উপহার কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় তার সাথে ছিলেন বাউফল উন্নয়ন ফোরামের উপজেলা সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, উপজেলা ছাত্রশিবিরের নেতা আবিদ।
এ বিষয়ে ষাটোর্ধ নূরজাহান বেগম বলেন, বাবাগো বাবা এই শীতে অনেক কষ্টে দিন পার করতেছি। কেও আহে না মোর খবর লইতে। মাসুইদ্দা কমবোল লইয়া লোক পাডাইছে অ্যাহন আমি রাইতে আর শীতে কষ্ট পামু না।
কম্বল উপহার পেয়ে লিপি রানী (৪০) নামের একজন বলেন, এবার শীতে আমাদের কাছে কোনো দলের নেতারা কম্বল নিয়ে আসেনি। সর্বপ্রথম এসেছেন ডক্টর মাসুদের লোকজন। আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের মনোয়ারা বেগম (৫০) বলেন, শীতের এহন শুরু, হেরপরও শীতে কাবু কইরা হালাইচে। এবার যে কোম্বল কিনমু হেই সামর্থ আমার নাই। বাড়িতে মাসুদের লোকজন কম্বল নিয়ে আসছে। আমি খুব খুশি।
সচেতন নাগরিকরা বলছেন, বাউফলে বাড়িতে এসে ঘরে ঘরে গিয়ে গরীব অসহায়দের মাঝে এভাবে কম্বল পৌছে দেওয়ার নজীর আর নেই। এবার প্রথম দাড়িপাল্লার এমপি প্রার্থী এমন নজীর গড়লেন। এটা সত্যিই দারুণ ও অনন্য দৃষ্টান্ত।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।