আগৈলঝাড়ায় থানার এসপি মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধষ চুরি, কর্মচারীকে আটক
আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া সদরের থানার সামনে এসপি মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে। এঘটনায় দোকানের কর্মচারীকে আটক করেছে পুলিশ। বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে প্রতিরাতেই কোন কোন স্থানে চুরি হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরে থানার নিজস্ব সম্পত্তিতে নির্মান করা এসপি মার্কেটের অবন্তিকা টেলিকম এন্ড ইলেকট্রনিক্স’র ব্যবসা প্রতিষ্ঠানে শনিবার রাতে দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে।
চোরের দল ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অ্যান্ডয়েড মোবাইল ফোন ৮০ থেকে ১০০টি, নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অপু দে।
প্রতিষ্ঠানের মালিক অপু দে সকালে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে দেখে প্রতিষ্ঠানের তালা ভাঙ্গা, ভিতরে ঢুকে দেখেন মূল্যবান অ্যান্ডয়েড মোবাইল ফোন ৮০ থেকে ১০০টি, নগদ ২ লক্ষ টাকা নিয়ে গেছে চোরের দল।
পরে পুলিশকে সংবাদ দিলে এসআই সমীর বিশ্বাস ব্যবসা প্রতিষ্ঠানে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ব্যবসা প্রতিষ্ঠান চুরির ঘটনায় ওই প্রতিষ্ঠানের কর্মচারী পূর্ব বাকাল গ্রামের নেপাল দাস (২৭)কে আটক করেছে পুলিশ।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে প্রায় রাতেই চুরি সংগঠিত হচ্ছে। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ প্রাথমিক তদন্ত করেছে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক লিখিত অভিযোগ দিলে মামলা রের্কড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।