বরগুনা প্রতিনিধি।।
তালতলীতে আভাস কর্তৃক বাস্তবায়িত এলএলডিআরআর প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত তালতলী, বরগুনা, ২৪.১১.২০২৫] বরগুনার তালতলী উপজেলায় সুন্দরবন কোয়ালিশন কর্তৃক বাস্তবায়িত এবং উন্নয়ন সংস্থা আভাস পরিচালিত “লোকালি লেড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন দ্য কোস্টাল রিজিয়ন (LLDRR)” প্রকল্পের অবহিতকরণ সভা ২৪ নভেম্বর ২০২৫ তারিখে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাকির হোসেন মিরাজ, নির্বাহী পরিচালক, সিবিডিপি। প্রধান অতিথি ছিলেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এছাড়া আরও উপস্থিত ছিলেন মংচিন থান, নির্বাহী পরিচালক, আরএসডিও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ স্থানীয় সাংবাদিক এনজিও প্রতিনিধি ও সিভিল সোসাইটি সদস্যবৃন্দ সভায় প্রকল্পের ডিভিশনাল কো–অর্ডিনেটর মাইনুদ্দীন ২০২৫–২৬ অর্থবছরের পরিকল্পিত কর্মকাণ্ড, বাজেট ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন। প্রকল্পের কো–অর্ডিনেটর মো: শহিদুল ইসলাম শিশির এসময় উপস্থিত সকলকে জানান
এ বছর থেকে এলএলডিআরআর প্রকল্পের তৃতীয় ধাপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দি শেয়ার ট্রাস্টের সহযোগিতায় সুন্দরবন কোয়ালিশনের ১৫টি সদস্যসংস্থা তালতলীসহ বরগুনা, খুলনা ও সাতক্ষীরার চারটি উপজেলায় একযোগে কাজ করছে। স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানো, দুর্যোগ প্রস্তুতি জোরদার, ঝুঁকিপ্রবণ জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়ন এবং মাঠপর্যায়ে টেকসই উদ্যোগ বাস্তবায়নই এই ধাপের মূল লক্ষ্য।” সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন “স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট পক্ষের মতামত নিয়ে প্রকল্পের কার্যক্রম নির্ধারণ করা হয়েছে যা অত্যন্ত প্রশংসনীয়। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে তালতলীর জনগণের দুর্যোগ সহনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।” তিনি আরও বলেন প্রতিটি কার্যক্রম বাস্তবায়নের সময় স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে কাজগুলো আরও জনবান্ধব ও কার্যকর হয়।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।