চরফ্যাশন প্রতিনিধি
২৭শে নভেম্বর চরফ্যাশনের বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মুহাম্মদ হেমায়েত উদ্দিন সেলিমের ৪০তম মৃত্যু বাষির্কী। মরহুমের ছেলে পিমাট এবং কম্পক্ট গ্রুপ এর সিইও মুহাম্মদ আবু তালহা জানিয়েছেন, দিবসটি পালনে হেমায়েত উদ্দিন সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ জোহর চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ ও এতিমখানা মাদরাসায় কোরআন খতম ও দোয়া মুনাজাত করা হবে।
শুক্রবার জুমার নামাজ শেষে দুলার হাট পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং চেয়ারম্যান বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাত করা হবে।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে তার বড় ভাই ইরান ফেরত ডাঃ ফিরোজকে রিসিভ করতে গিয়ে ঢাকার তোপখানা রোডে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
তিনি ছিলেন একজন ক্রীড়াবিদ, দক্ষ সংগঠক এবং ১ম শ্রেনীর ঠিকাদার ও সফল ব্যবসায়ী। তৎকালীন ভদ্রপাড়া তরুণ সংঘের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।
তিনি ১৯৮৩ সালে উলানিয়া উপজেলার জমিদার আবদুল গফুর চৌধুরী, বোরহানউদ্দির উপজেলার জমিদার আজাহার চৌধুরীর নাতনী এবং বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান চৌধুরীর মেয়ে তাহমিনা চৌধুরীকে বিয়ে করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।