নিজস্ব প্রতিবেদক
বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং প্রতারণার মাধ্যমে উজবেকিস্তানে আটকে রাখার অভিযোগে দুই মানবপাচারকারীর বিরুদ্ধে বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন মোঃ শফিউল ইসলাম (৩৯)। বুধবার (২৬ নভেম্বর) মামলাটি দায়েরের পর বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী মোঃ শফিউল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, সাগরদী বরিশালে আর.সি.জি.এস প্রজেক্টে বৈজ্ঞানিক সহকারী হিসেবে কর্মরত। আসামি মাহাবুবুর রহমান তাঁর ছাত্রজীবনের পরিচিত হওয়ায় সেই সম্পর্কের সূত্র ধরে বিদেশে পাঠানোর কথা বলে তাকে প্রলুব্ধ করেন। পরে পরিচয় করিয়ে দেন মূল হোতা নুরুল আমিনের সঙ্গে, যিনি ‘আমিন ট্রাভেলস’ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে লোক পাঠানোর কথিত ব্যবসা করতেন।
অভিযোগে বলা হয়, বেলারুশে উচ্চ বেতনের চাকরি দেওয়ার কথা বলে আসামিরা পর্যায়ক্রমে শফিউলের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে মোট ৫,৯৬,৪৫৬.৪৭ টাকা গ্রহণ করেন। এর মধ্যে ১ নম্বর আসামির ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সাইনবোর্ড শাখায় ৪ লাখ টাকা এবং ২ নম্বর আসামির ইসলামী ব্যাংকের মুগদা উপশাখার হিসাবে দুই দফায় প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা পাঠানো হয়।
পরে আসামিরা বাদীর পাসপোর্ট গ্রহণ করে তাকে ফেক বেলারুশ ওয়ার্ক পারমিট ও উজবেকিস্তানের ভিসা সম্বলিত পাসপোর্ট সরবরাহ করে। ‘আগে উজবেকিস্তান যেতে হবে’— এমন কথা বলে ১৬ আগস্ট ২০২৪ তারিখে শফিউলকে উজবেকিস্তানে পাঠানো হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর আর কোনো ব্যবস্থা না করে দুই আসামি তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
মানবেতর অবস্থায় থেকে বাদী ৩১ আগস্ট নিজ খরচে দেশে ফেরেন। দেশে ফিরে বিষয়টি জানতে চাইলে আসামিরা পুনরায় বেলারুশ পাঠানোর আশ্বাস দিলেও পরে সম্পূর্ণ অস্বীকার করেন।
ঘটনার পর ১ নভেম্বর বিকেল ৫টায় আসামিরা বাদীর বরিশালস্থ স্টাফ কোয়ার্টারে এলে তিনি টাকা ফেরত চাইলে আসামিরা সরাসরি অস্বীকার করেন। পরে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে সাক্ষীদের পরামর্শে বাদী আদালতে মামলা করেন।
মামলায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২-এর ৭, ৮, ১০ ও ১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। বাদী তাঁর পাসপোর্টের কপি, টাকা লেনদেনের ব্যাংক রশিদ এবং উজবেকিস্তান থেকে দেশে ফেরার এয়ার টিকিটসহ বিভিন্ন প্রমাণ আদালতে দাখিল করেছেন। এ ঘটনায় আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।