শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে নিদিষ্ট সড়কে ব্যাটারী চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বরিশালে নিদিষ্ট কিছু সড়কে ব্যাটারী চালিত রিকশার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্যডেল চালিত রিকশা শ্রমিকরা।

আজ বুধবার বেলা ১১ টায় নগরীর সদর রোডে রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে তারা। পরে রিকশা নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ সমাবেশে রিকশা চালকরা বলেন, বরিশালে ব্যাটারী চালিত রিকশা দিন দিন বাড়ছে। ফলে নগরীর জুড়ে দির্ঘ যানজট সহ বিভিন্ন সময় দূর্ঘটনা ঘটছে। নগরীর সদর রোড সহ আটটি সড়কে ব্যাটারী চালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরও তা মানা হচ্ছে না।

বিষয়টি নিয়ে বরিশাল সিটি কপোরেশন, জেলা প্রশাসন বরাবরে একাধিকবার আবেদনও জানিয়েছিলেন তারা। তারপরও এবিষয়ে কার্যকর কোন পদক্ষেপ না নেয়ায় তারা পুনরায় বিক্ষোভ করছে।

দ্রুত বিষযটি নিয়ে পদক্ষেপ না নিলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন প্যাডেল চালিত রিকশা চারকরা।এসময় তারা নগরীর সদর রোড, জিলাস্কুল মোড়, লাইন রোড, গীর্জা মহল্লা ও কাটপট্টি রোডে ব্যাটারী চালিত রিকশা বন্ধের দাবি জানান।

এদিকে পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, সেনা ক্যাম্প কমান্ডার ও সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *