শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ঝালকাঠিতে সেতু নির্মাণ; ভোগান্তি অবসানের কথা থাকলেও উল্টো বেড়েছে

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি খয়রাবাদ নদীর ওপর ৭শ’ ৩০ মিটার দীর্ঘ সেতুর কাজ শুরু হওয়ায় বেশ খুশি হয়েছিলেন স্থানীয়রা। ভেবেছিলেন দীর্ঘ ভোগান্তির এবার বুঝি অবসান হবে। হয়েছে উল্টো। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় প্রকল্পটি এখন বাস্তবায়ন সংকটে। এরই মধ্যে আগাম ২০ কোটি টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় প্রশাসন বলছে, নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা।

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ নদীর ওপর ১২৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির কাজ শুরু হয় ২০২৩ সালের ২৫ এপ্রিল। ২০২৬ সালের ৯ এপ্রিল সেতুটির নির্মাণ শেষ হওয়ার কথা। কিন্তু অধিকাংশ সময় পেরিয়ে গেলেও ব্রিজ নির্মাণে নেই কাজের গতি।

স্থানীয়দের অভিযোগ, প্রধান ঠিকাদার আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার কারাবন্দী থাকায় প্রকল্পটি থমকে আছে। নদীর দুই প্রান্তে কয়েকটি স্প্যান বসানো হলেও বাকি কাজের নেই কোনো অগ্রগ্রতি। তবে এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০ কোটি টাকা অগ্রিম বিল উত্তোলন করেছে।

এদিকে সেতুর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা বলছেন, সেতুটি হলে সরাসরি উপকার পাবেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া, কলসকাঠি ও চরাদি ইউনিয়নের মানুষ। তবে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মানুষের বিশেষ কোনো প্রয়োজনই পূরণ করবে না এই সেতু, অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, তাদের ব্যবসায়িক কাজে চলাচলে, অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে সমস্যা হয়। সেতুটা হয়ে গেলে তাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতো। এতে করে এলাকাবাসীর সুবিধা হওয়ার পাশাপাশি এলাকাটি ব্যবসায়িকভাবে আরও উন্নত হতো।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা প্রকৌশলী জানান।

নলছিটির এলজিইডি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘এ সেতুটি সড়ক সংযোগ উন্নয়নের আওতায় গৃহীত হয়েছে। দেশের উদ্ভুত পরিস্থিতির কারণে কাজের অগ্রগতি ছিলো। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে আমরা আলোচনা করেছি। উনারা বলেছেন নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করবেন। যদি শেষ করতে না পারে তাহলে আমরা পিবিআই মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো।’

এদিকে বেহাল অবস্থায় রয়েছে সেতুর দু’পাশের সংযোগ সড়ক ও। যেখানে দপদপিয়া ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কগুলো এখনো বেহাল। সেখানে ১২৩ কোটি টাকার এই প্রকল্প নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষকদের ধর্মঘটে স্থগিত হলো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা

এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।। সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *