শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে বিপুল পরিমান ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বরিশালের মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার (২৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন-গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এসআই মো. মামুন মিয়া ও মো. মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কাজিরহাট থানার আন্ধারমানিক ইউপির ভাঙ্গা নামক এলাকায় শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জাকির হোসেন মিয়া নামের একজনকে আটক করে।

পরবর্তীতে তল্লাশী চালিয়ে জাকির হোসেনের হেফাজতে থাকা সাদা রঙের বায়ুরোধক পলি জিপারের প্যাকেটে রক্ষিত মোট এক হাজার দশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর জাকির হোসেনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃত জাকির হোসেন ভাঙ্গা গ্রামের মো. মনছের আলী মিয়ার ছেলে।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *