বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ভোলায় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের বদলিজনিত বিদায় সংবর্ধনা

মোঃ মহিউদ্দিন
ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (২৯ নভেম্বর ) সকাল ১১টায় ভোলা পুলিশ লাইন্স ড্রিলসেডে। পুলিশ মিডিয়া সেল, ভোলা আয়োজিত এ বিদায় অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ এবং আবেগঘন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ। বিদায়ী অতিথি ও সভাপতি ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ লাইন্সে উপস্থিত অফিসার, ওসি, ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের পেশাগত জীবনের স্মরণীয় সাফল্য, মানবিক কর্মশৈলী ও দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে তাঁর সহনশীলতা, সততা, দক্ষতা ও জনবান্ধব policing–এর নানা দৃষ্টান্ত স্মরণ করেন। বক্তাদের বক্তব্যে বারবার উঠে আসে—তিনি ছিলেন একজন সৎ, মেধাবী, কর্মঠ ও সাহসী অফিসার; যাঁর নেতৃত্বে ভোলা জেলা পুলিশ নতুন গতি ও ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া পেয়েছে।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয় বলেন, “ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য এক অনন্য সম্মান। সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করেছি সর্বদা। দায়িত্ব পালনের পথে কোনো ভুল-ত্রুটি অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” তিনি ভোলাবাসী ও জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা।ভোলার মানুষ ও পুলিশ সদস্যদের হৃদয়ে উজ্জ্বল হয়ে রইল পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের কর্মময় পথচলা—যা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরো পড়ুন

নৈস্বর্গিক সৌন্দর্যের পর্যটন সম্ভবনার দ্বীপ তারুয়া

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : পূর্বে প্রমত্তা মেঘনা, পশ্চিমে খরস্রোতা তেতুলিয়া, উত্তরে বুড়াগৌরাঙ্গ নদ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *