মোঃ মহিউদ্দিন
ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (২৯ নভেম্বর ) সকাল ১১টায় ভোলা পুলিশ লাইন্স ড্রিলসেডে। পুলিশ মিডিয়া সেল, ভোলা আয়োজিত এ বিদায় অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ এবং আবেগঘন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ। বিদায়ী অতিথি ও সভাপতি ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।
পুলিশ লাইন্সে উপস্থিত অফিসার, ওসি, ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের পেশাগত জীবনের স্মরণীয় সাফল্য, মানবিক কর্মশৈলী ও দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে তাঁর সহনশীলতা, সততা, দক্ষতা ও জনবান্ধব policing–এর নানা দৃষ্টান্ত স্মরণ করেন। বক্তাদের বক্তব্যে বারবার উঠে আসে—তিনি ছিলেন একজন সৎ, মেধাবী, কর্মঠ ও সাহসী অফিসার; যাঁর নেতৃত্বে ভোলা জেলা পুলিশ নতুন গতি ও ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া পেয়েছে।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয় বলেন, “ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য এক অনন্য সম্মান। সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করেছি সর্বদা। দায়িত্ব পালনের পথে কোনো ভুল-ত্রুটি অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” তিনি ভোলাবাসী ও জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা।ভোলার মানুষ ও পুলিশ সদস্যদের হৃদয়ে উজ্জ্বল হয়ে রইল পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের কর্মময় পথচলা—যা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।