বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাউফলে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের বিক্ষোভ

মোঃ আল-আমিন, বাউফল
পটুয়াখালীর বাউফলে পরিবার পরিকল্পনা মাঠকর্মী কর্মচারী সমিতির উদ্যোগে নিয়োগ বিধির দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এই কর্মসূচিতে শতাধিক মাঠ কর্মী অংশ নেন।

কর্মসূচিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই)–পদে কর্মরত মাঠকর্মীরা অংশ নেন। বিক্ষোভ শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন পরিদর্শক মো. ফিরোজ খান, সাইফুল ইসলাম, এফডব্লিউএ নাফিসা কাওসার ও এফপিআই মোতালেব হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন,“দীর্ঘদিন ধরে আমরা চরম বৈষম্যের শিকার। কেউ কেউ ২৫–৩০ বছর চাকরি করেও পদোন্নতির মুখ দেখেননি। তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগ পেলেও আমাদের চতুর্থ শ্রেণির বেতন দেওয়া হয়—এ অন্যায় আর বৈষম্য আমরা মেনে নেব না।” তারা আরও জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সমাবেশে কর্মচারীরা এক দফা দাবি— “নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন চাই”— শ্লোগান দিতে থাকেন। পরে তারা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

আরো পড়ুন

মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু নুরের

পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *