মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
betagi

বেতাগীতে ৩ জনকে কুপিয়ে জখম, ফোন পেয়ে পুলিশের উদ্ধার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার বেতাগীতে জমি নিয়ে বিরোধের জেরে ৩ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জরুরি সেবার ফোন পেয়ে পুলিশ তাদের উদ্বার করে। স্বজনরা তাদেরকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয় শনিবার (১৬ নভেম্বর) রাতে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের আ: হামেদ হাওলাদার (৬৫) অভিযোগ করে বলেন, উপজেলার বিবিচিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিবিচিনি মৌজার ১১২৯ খতিয়ানের ৫৩১৬ দাগভূক্ত ১ একর ৮৬শতাংশ জমি নিয়ে একই বাড়ীর সেলিম হাওলাদারের সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধে বিজ্ঞ আদালতে মামলা চলছে।

ঘটনার দিন শনিবার আদালত থেকে সমন জারি নিয়ে আসায় এতে প্রতিপক্ষ আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে দুপুর ২টার দিকে নিয়ামতি বাজার থেকে আমি বাড়ীতে পৌঁছার সাথে সাথে আগ থেকে ওত পেতে থাকা মৃত: হযরত আলীর ছেলে সেলিম হাওলাদারের নেতৃত্বে আ: মন্নান, মো: হাসান, আমীর হোসেন, মো: কামাল, মো: শহীদ হাওলাদার, আব্দুস সত্তারসহ ৬ থেকে ১০ জন লাঠিসোটা নিয়ে আমার উপড় অতর্কিত হামলা করে এলোপাথারী পেটানো শুরু করলে দৌঁড়ে বসত ঘরে উঠলে টানা হেচড়া করে আমাকে উঠানে নামানোর সময় আমার স্ত্রী রাশিদা বেগম (৫৫) বাঁধা দিলে তাকেও পিটিয়ে জখম করে। এসময় আমার বাম পায়ের গোড়ালি ভেঙে ফেলে এবং ধান বিক্রয়ের সাথে থাকা ৩০ হাজার টাকা নিয়ে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।

মুঠোফোনে ঘটনাটি শুনে আমার বড় ছেলে মনির হোসেন (৪০) ও মেঝ ছেলে জামাল হাওলাদার (৩৫) বাড়ীতে আসার পথে ফুলতলা বাজারের মুনসুর আলী চৌকিদারের মুদী দোকানের সামনে আসামীদের ভয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ তে ফোন করে। ঐ সময় আমীর হোসেন সহ অন্যান্য আসামীদের সাথে দেখা হলে তারা পথ রোধ করে ছেলে জামাল হাওলাদার (৩৫) কে লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করে। এসময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ তে ফোন করলে বেতাগী থানা পুলিশ আহতদের উদ্ধার করে।
ভূক্তভোগিরা জানায়, বেতাগী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে রোববার সকালে গুরুতর আহত আ: হামেদ হাওলাদারকে বরিশালে প্রেরণ করে। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে সেলিম হাওলাদার বলেন, আমরা মারধর করিনি।

এ ঘটনায় শনিবার রাতে আ: হামেদ হাওলাদারের বড় ছেলে মনির হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। বেতাগী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এমাদুল হক জানান, আহতদের উদ্ধার করা হয়। অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

শফিকুল ইসলাম মসুদ, পিরোজপুর প্রতিনিধি‍॥  পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ ওমর ফারুক খান (২৭ ) নামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *