শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
JulontoLas
JulontoLas

বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল নগরীর ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রী রুপা আক্তারের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে নগরীর লুৎফুর রহমান সড়কে এই ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে আত্মহনন বলে মনে হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।
নিহত রুপা আক্তার সৌদি প্রবাসী লিমন শেখের স্ত্রী ও দেলোয়ার বেপারীর মেয়ে।

তিনি তার বাবা, মা ও ছোট ভাইয়ের সঙ্গে নগরীর লুৎফুর রহমান সড়কের জাহাঙ্গীর হোসেনের ভাড়া বাড়িতে থাকতেন।

থানার ওসি জাকির হোসেন বলেন, অনেকক্ষণ সারাশব্দ না পেয়ে দুপুর একটার দিকে ছোট ভাই রামিন নিহত রুপার ঘরের দরজার ফাঁক দিয়ে উকি দেয়।

তখন রুপাকে গলায় উড়না পেচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ভাই রামিন। এরপর দরজা ভেঙে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন

খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না- রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে, জনগণ কখনোই তাদের ভোট দেবে না বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *