নিজস্ব প্রতিবেদক।।
মোঃ জাকির হোসাইন,বামনা(বরগুনা)উপজেলা সংবাদদাতাঃ
বরগুনার বামনায় আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ বামনা এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রগ্রাম অনুষ্ঠিত হয়।
২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর, নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় স্কুল ফিল্ড কংগ্রেস প্রগ্রাম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বরগুনা জেলার উপ-পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোসাঃ ফাহিমা হক। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসাঃ ফারজানা তাসমিন, উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (অবঃ) পরিচালক জিএমএস আলম, উপজেলা সমবায় অফিসার মোঃ এমাদুল হক, উত্তর গুদিঘাটার PFS এর তেল জাতীয় সদস্য কৃষক মোঃ সামসুল হক, নন PFS এর সদস্য কৃষক মোঃ আসাদুল হক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক, স্কুল ফিল্ড কংগ্রেস প্রগ্রামের শিক্ষার্থী কৃষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।