বাউফল প্রতিনিধি
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “মনোনয়ন না পেয়ে যে ব্যক্তি ভিন্ন দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থনে কাজ করতে পারে, তার কাছে দেশের মানুষ কখনোই নিরাপদ হতে পারে না।”
শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী বাউফলের মদনপুরা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মদনপুরা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, “আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাকে ৬৭ দিন রিমান্ডে রাখা হয়েছে। আমার সন্তানসম্ভবা স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে গর্ভের সন্তানকে শহীদ করা হয়েছে। নবজাতকের জানাজায়ও আমি যেতে পারিনি। তারপরও কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি।”
ড. মাসুদ অভিযোগ করে বলেন, বিএনপির সাবেক এমপি মনোনয়ন না পেয়ে অন্য দলের বিদ্রোহী প্রার্থীর আনারস মার্কায় সমর্থন করেছেন। “যারা সামান্য স্বার্থের লোভটাই নিয়ন্ত্রণ করতে পারে না, তারা ক্ষমতায় গেলে দেশের মানুষকে কীভাবে নিরাপত্তা দেবে?”—প্রশ্ন রাখেন তিনি।
তিনি আরও বলেন, তাদের শাসনামলে দেশ পাঁচবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল। বাউফলও পরিণত হয়েছিল ঘুষ–দুর্নীতির ‘স্বর্গরাজ্যে’। এমনকি সাংবাদিকরাও তখন নিরাপদ ছিলেন না।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরো বলেন, “জামায়াত সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরির কাজ করছে। আমাদের দুইজন নেতা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন—কিন্তু দুই টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি।”
তিনি বলেন, বাউফলে জনগণ এখন আর এমপি নয়, নিজেদের প্রকৃত সেবককে নির্বাচন করতে চায়। “আমরা এমন সেবক চাই না যার দেখাশোনা করতে আরও দুইজন সেবক লাগে। পুরনো মুখ আর বাউফলের মানুষ গ্রহণ করবে না। নতুনের পক্ষে দাড়িপাল্লাই বিজয়ী হবে।”
তিনি আরও ঘোষণা করেন, “জামায়াত বিজয়ী হলে একজন এমপি হবে না, এমপি হবে বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ।” দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন—উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ ও আইনবিষয়ক সম্পাদক মুনতাসির মুজাহিদ, ঢাকা দক্ষিণের ব্যবসায়ী নেতা আতিকুল রহমান নজরুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেদওয়ান উল্লাহ মাস্টারসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা।
মদনপুরা, দরগাবাড়ি, উত্তর মদনপুর হাফেজি মাদরাসা মাঠ, বিপাশা বাজার, মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, চন্দ্রপাড়া চৌরাস্তা বাজার, বিলবিলাস বাজারসহ প্রায় ১৬টি পথসভা ও উঠোন বৈঠকে তিনি বক্তব্য রাখেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।