বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
nomita

আগৈলঝাড়ায় ৮ মাসেও সন্ধান মেলেনি নমিতা সরকারের

আগৈলঝাড়া প্রতিনিধি॥
বরিশালের আগৈলঝাড়ায় ভাতার টাকা তুলতে গিয়ে নিখোঁজ হয়েছে এক বিধবা নারী। মেয়ের সন্ধান পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বৃদ্ধ পিতা। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। ৮ মাসেও মেয়ে নমিতা সরকারের কোন সন্ধায় পাননি তার পরিবার।

জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের জগদীশ সরকারের মেয়ে নমিতা সরকারের ২০০৪ সালে গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের সেনেরহাট গ্রামের রমেশ পালের ছেলে শ্যামল পালের সাথে বিয়ে হয়। একপুত্র সন্তান জন্মের পরে ২০১৮ সালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে স্বামী শ্যামল পালের মৃত্যু হয়। এরপর থেকে নমিতা সরকার পিতার বাড়ি আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামে বসবাস করে আসছেন। স্বামীর বাড়ি গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের সেনেরহাট হওয়ার কারনে ওই স্থানে নমিতার নামে বিধবা ভাতার কার্ড বরাদ্দ হয়। চলতি বছরের ২০ এপ্রিল পিতার বাড়ি থেকে নমিতা সরকার বিধবা ভাতার টাকা উত্তোলনের জন্য পাশ্ববর্তী গৌরনদী উপজেলার শরিকল যাওয়ার পথে নিখোঁজ হন। পিতা জগদীশ সরকারের পরিচিতজনেরা জানিয়ে নমিতাকে তারা সর্বশেষ মাহিলাড়া থেকে গৌরনদী আসার পথে দেখেছে। তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে চলতি বছরের ১৩ জুলাই গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন নমিতার পিতা জগদীশ সরকার, যার নং-৬৯৫।

দীর্ঘদিন খোঁজাখুজি করে নমিতাকে না পেয়ে বৃদ্ধ পিতা জগদীশ সরকার সেনাবাহিনী ক্যাম্প, বরিশাল র‌্যাব-৮’র কার্যালয়, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের দ্বারে দ্বারে ঘুরছেন। ৮ মাসেও মেয়ে নমিতা সরকারের কোন সন্ধান না পেয়ে হতাশায় ভুগছেন তার হতদরিদ্র বৃদ্ধা পিতা ও মাতা।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *