কাজল দে, হিজলা
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা”এই স্লোগানকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
৯ ডিসেম্বর,মঙ্গলবার,সকাল ১০টায় উপজেলা হলরুমে হিজলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।
বক্তারা বলেন,দুর্নীতি সমাজের জন্য একটি ব্যাধি। দুর্নীতি একবারে নির্মূল করা সম্ভব নয়,এটা নিয়ন্ত্রণ করা সম্ভব।আমাদের যার যার নিজের জায়গা থেকে সচেতনতা অনেক জরুরী।দুর্নীতির উৎস চিহ্নিত করে সেখান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা।দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অনিক বিশ্বাস,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহারিয়ার,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা প্রকৌশল কর্মকর্তা প্রণব কুমার,হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম মহিউদ্দিন সহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।