বিশেষ প্রতিনিধি //
ইসলামী সংস্কৃতির বিকাশে শিশু-কিশোর শিল্পীদের নিয়ে কর্মশালার আয়োজন করে ভোলার সুরশৈলী কালচারাল একাডেমি। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোলার বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাটের জাবালে নূর মডেল মাদরাসার হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামী সংগীত, কবিতা এবং শিশুদের নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন কর্মশালার প্রধান অতিথি কবি, লেখক ও সাংবাদিক গাজী তাহের লিটন। একাডেমির পরিচালক জিয়াউদ্দিন সোহাগের সভাপতিত্বে কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন, আলহেরা শিল্পগোষ্ঠী, ভোলার সাবেক পরিচালক শিল্পী শিহাবুদ্দিন মানিক।
কর্মশালা সার্বিক পরিচালনায় ছিলেন, শিল্পী সাইফুল ইসলাম। কর্মশালায় শিশু শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তির মধ্যদিয়ে অতিথি ও অভিভাবকদের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জাবালে নূর মডেল মাদরাসার সহকারী পরিচালক মুফতি ইউসুফ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।