নেছারাবাদ প্রতিনিধি
“পুলিশই জনতা জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় এক জমজমাট ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনা এবং সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত নেছারাবাদ উপজেলা ইনচার্জ মো. মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ থানা ইনচার্জ (তদন্ত) রাধেশ্যাম, থানা সেকেন্ড অফিসার ইয়াছিন, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ও স্বরূপকাঠী প্রেসক্লাবের সাবেক সভাপতি আতিকুল ইসলাম লিটু সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, গ্রাম পুলিশের সদস্য এবং স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক সাধারণ জনগণ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জামায়াতে ইসলামী উপজেলা মিডিয়া বিভাগের প্রধান এবং সারেংকাঠী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আজম আসলাম। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন এসআই নাসির।
উপস্থিত বিভিন্ন জনের প্রশ্নের উত্তরে অনুষ্ঠানের সভাপতি থানা ইনচার্জ মো. মেহেদী। তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন, “পুলিশ কারো শত্রু নয়, বরং বন্ধু। আমি নেছারাবাদের উত্তম ভূমিতে এসে নিজেকে গর্বিত মনে করছি।”
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাদের সহযোগিতা থাকলে আমরা যেকোনো অপরাধ—মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডকে খুব সহজে প্রতিহত করতে পারব।”
সাধারণ জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যেকোনো জটিল সমস্যায় আপনারা সরাসরি আমাকে ফোন দেবেন, আমার ফোন সব সময় খোলা থাকবে।”
তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
উপস্থিত সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, “আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অনুষ্ঠানকে সার্থক করেছে।” সবশেষে তিনি সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।