বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জের ১৩ নং পাদ্রিশিবপুর ইউনিয়নের বিসমিল্লাহ বাজারে ধানের শীষের পথসভায় দুই শতাধিক সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর ) সকাল ১০টায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
পথসভা চলাকালে বাবু সুনীল মাস্টারের নেতৃত্বে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী ফুল দিয়ে প্রার্থী আবুল হোসেন খানের হাতে শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগদান করেন। যোগদানকারীরা পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপিকে সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় প্রার্থী আবুল হোসেন খান নতুনভাবে যুক্ত হওয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “বাকেরগঞ্জের মানুষের আস্থা ও সমর্থনই আমাদের শক্তি। সকল ধর্ম-বর্ণের মানুষের উন্নয়নই আমার অঙ্গীকার।” পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।