বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাকেরগঞ্জে ধানের শীষের পথসভায় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীর যোগদান

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জের ১৩ নং পাদ্রিশিবপুর ইউনিয়নের বিসমিল্লাহ বাজারে ধানের শীষের পথসভায় দুই শতাধিক সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর ) সকাল ১০টায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

পথসভা চলাকালে বাবু সুনীল মাস্টারের নেতৃত্বে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী ফুল দিয়ে প্রার্থী আবুল হোসেন খানের হাতে শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগদান করেন। যোগদানকারীরা পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপিকে সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় প্রার্থী আবুল হোসেন খান নতুনভাবে যুক্ত হওয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “বাকেরগঞ্জের মানুষের আস্থা ও সমর্থনই আমাদের শক্তি। সকল ধর্ম-বর্ণের মানুষের উন্নয়নই আমার অঙ্গীকার।” পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *