রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

আমতলীতে তিন শিক্ষিকা বোনের ২০ ভড়ি স্বর্ণালংকার চুরি
বরগুনা প্রতিনিধি
আমতলী পৌর শহরের খোন্তাকাটা মাজার রোড এলাকার বিআরডিবি অফিসের পরিদর্শক মো. রেজাউল কবির খোকনের বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরচক্র ওই বাসা থেকে তিন শিক্ষিকা বোনের ২০ ভড়ি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানান রেজাউল কবির। ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে।

জানাগেছে, আমতলী উপজেলার বিআরডিবি অফিসের পরির্দশক মো. রেজাউল কবির খোকন ও তার স্ত্রী ইয়াসমিন বুধবার চিকিৎসার জন্য বরিশাল যায়। ওই বাড়িতে গত তিনদিন ধরে কেউ ছিল না। ওই সুযোগে শুক্রবার দিবাগত রাতে চোরচক্র বাড়ীর খেচিগেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের মুল ফটক,একটি কক্ষ ও আলমিরা ভেঙ্গে তিন শিক্ষিকা বোন ইয়াসমিন, সীমা ও আফরোজার ২০ ভড়ি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

শনিবার দুপুরে পরিদর্শক খোকন বাড়ীতে এসে এমন অবস্থা দেখে পুলিশে খবর দেয়। ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ইয়াসমিন ও সীমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও আফরোজা এম বালিয়াতলী কলেজের উদ্ভিদবিদ্যা বিষয়ের প্রভাষক।

আমতলী উপজেলা বিআরডিবি অফিসের পরির্দশক মো. রেজাউল কবির খোকন বলেন, চিকিৎসার উদ্দেশ্যে গত বুধবার পরিবারের সকলে বরিশাল যাই। শনিবার দুপুরে বাড়ীতে এসে দেখি চোরচক্র খেচিগেটসহ দুইটি দরজা ও আলমিরা ভেঙ্গে ২০ ভড়ি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করেছে। অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আরো পড়ুন

বরগুনায় অবহেলা ও মহাজনী ঋণে বিপর্যস্ত হাজারো জেলে পরিবার

বরগুনা প্রতিনিধি বরগুনা জেলার উপকূলীয় জনপদে মাছ ধরাই হাজারো মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। গভীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *