রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

হাদি হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ

ঝালকাঠি প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর নিজ জেলা ঝালকাঠিতে মহাসড়ক অবরোধের ৩ ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়েছে। রবিবার দুপুর ২টায় বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড় এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পুলিশের অনুরোধে জনদুর্ভোগ কমাতে বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় আন্দোলনকারীরা বেশ কয়েক দফা দাবি উপস্থাপন করেন। আলোচনার পর তারা অবরোধ প্রত্যাহার করেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে নিজ জেলা ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এই অবরোধ শুরু হয়। শহরের কলেজ মোড় এলাকায় বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কে অবরোধের ফলে সড়কে বিভিন্ন ধরনের যানবাহন দীর্ঘ সারিতে আটকে পড়ে।

অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা অংশ নেন। এ সময় তারা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’—এমন নানা স্লোগান দেন।

আন্দোলনরত ছাত্র-জনতা ওসমান হাদির ওপর হামলাকারীদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। দুপুর ২টায় শুরু হওয়া অবরোধ কর্মসূচিতে সময়ের সঙ্গে সঙ্গে ছাত্র-জনতার অংশগ্রহণ বাড়তে থাকে। ফলে মহাসড়কে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল বহনকারী যানবাহন অবরোধের বাইরে রাখা হয়।

এ সময় বক্তব্য দেন এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি, সদস্য সচিব রাইয়ান বিন কামাল, গণঅধিকার পরিষদ ঝালকাঠি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ (রাজাপুর-কাঠালিয়া) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গুলি চালানো দুর্বৃত্তদের ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড়ে অবরোধের কারণে সড়কে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ে এবং দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হলে দীর্ঘ ৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

 

আরো পড়ুন

জানাজা পূর্ব সমাবেশে যা বললেন হাদির বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক ।। শহীদ শরিফ ওসমান হাদির খুনিরা পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে সীমান্ত অতিক্রম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *