নেছারাবাদ প্রতিনিধি
আজ সোমবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ এর আগমনেকে কেন্দ্র করে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সফরের শুরুতেই জেলা প্রশাসক আবু সাঈদ নেছারাবাদ ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’-এর শুভ উদ্বোধন করেন। এরপর তিনি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।
সভায় নেছারাবাদের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ, রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশাজীবীসহ সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। রায়হান মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি)। সাবিহা মেহবুবা, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল)।
তানভীর হোসেন জয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ক্যাপ্টেন আল আরাফ, ইনচার্জ, নেছারাবাদ আর্মি ক্যাম্প। মেহেদী হাসান, অফিসার ইনচার্জ (ওসি), নেছারাবাদ থানা।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক স্বরূপকাঠীর পশ্চিম পাড়ে অবস্থিত মিয়ারহাট বন্দরের কৌরিখাড়া বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন। সেখানে তিনি ক্ষুদ্র ও কুটির শিল্পের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
সফরের শেষ পর্যায়ে তিনি ফজিলা রহমান মহিলা কলেজ পরিদর্শন করেন এবং কলেজের শিক্ষকদের সাথে এক সৌজন্য ও কুশল বিনিময়ে অংশ নেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।