আজিম উদ্দিন খান, লালমোহন
ভোলার লালমোহন বদরপুর ইউনিয়ন থেকে ৫০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ভোলা জেলার গোয়েন্দা শাখার ডিবির এস,আই মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাঈমকে আটক করে। নাইম পৌরসভা ৭নং ওয়ার্ডের কলেজ পাড়া বাসিন্দা জিয়াউল হকের ছেলে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কাজ থেকে ৫০০ পীচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।