বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

লালমোহনে ২৫ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

লালমোহন প্রতিনিধি
ভোলার লালমোহনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২৫ কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন উপজেলা অফিস থেকে এ উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন।

উপকরণের মধ্যে ছিলো চারা ৪টি, পানির ঝাঝরী ১টি, ইউরিায়া ১০ কেজি, ডিএপি ৫ কেজি, এমপিও ৪ কেজি, জিপসাম ৫ কেজি, বীজ ১৫ প্যাকেট, বীজ সংগ্রহের পাত্র ৩টি, গার্ডেন নেট ১টি, সাইন বোর্ড ১টি।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন এসময় বলেন, পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এবছর লালমোহন উপজেলায় ২৫জন কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছি।

কৃষকের নিজের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ ও অতিরিক্ত সবজি বিক্রি করে নগদ অর্থ উপার্জন করার লক্ষ্যে এ প্রকল্পটি চলমান রয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সুমনসহ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরো পড়ুন

নৈস্বর্গিক সৌন্দর্যের পর্যটন সম্ভবনার দ্বীপ তারুয়া

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : পূর্বে প্রমত্তা মেঘনা, পশ্চিমে খরস্রোতা তেতুলিয়া, উত্তরে বুড়াগৌরাঙ্গ নদ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *