পিরোজপুর প্রতিনিধি //
পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুমনা আক্তার (১৮) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সুমনা আক্তার পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকার ফারুক শিকদারের মেয়ে। অভিযুক্ত সাবেক স্বামী অমিত হাসান (২৫) একই উপজেলার মধ্য রাস্তা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে সাবেক স্বামী অমিত হাসান সুমনা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় সুমনাকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তরিকুল ইসলাম বলেন, নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।