বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

‘শিক্ষার্থীদের যুগোপযোগী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক।।

বিগত ১৬ বছরে অবৈধ সরকার শিক্ষাব্যবস্থাকে নানাভাবে ধ্বংস করেছে। পাঠ্য বইয়ে কলে-কৌশলে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও ‍ইসলামিক শিক্ষা থেকে দূরে সরানোর সব ধরনের চেষ্টা করা হয়েছে। অথচ ‍একটি শক্তিশালী শিক্ষাব্যবস্থা পুরো জাতিকে ‍উন্নতির দিকে নিয়ে যেতে পারে। শনিবার ১৬ নভেম্বর বরিশাল অশ্বিনীকুমার টাউন হলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক সম্মেলনে ‍এসব কথা বলেন বক্তারা।

তারা বলেন, আমাদের দেশের শিক্ষার্থীদের যুগোপযোগী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষিত জনশক্তি রপ্তানি করা হলে বিদেশে গিয়ে আমাদের দেশের যুবকেরা ভালো কর্মসংস্থান পাবে ‍এবং বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরিশাল মহানগরী সভাপতি প্রফেসর মাহমুদ হোসাইন ‍এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় ‍উপদেষ্টা অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল।

প্রধান বক্তা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য আদর্শ শিক্ষক ফেডারেশন ‍এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক ‍এবিএম ফজলুল করিম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশন’র প্রধান ‍উপদেষ্টা অধ্যক্ষ জহির ‍উদ্দির মুহাম্মদ বাবর, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন’র এর সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. রবিউল ‍ইসলাম।

আলোচক ছিলেন বাংলাদেশ আদর্শ কিন্ডাগার্টেন শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি মো. শাহজালা, বাংলাদেশ ‍এবতেদায়ী শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি মাওলানা শহিদুল ‍ইসলাম, বাংলাদেশ আদর্শ প্রাথমিক শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি ‍একেএম কামাল ‍উদ্দিন, বাংলাদেশ আদর্শ স্কুল শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ আদর্শ মাদরাসা শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি মাওলানা সোহরাব হোসেন, বাংলাদেশ আদর্শ কারিগরি শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি আবু জাফর মো. সালেহ, বাংলাদেশ আদর্শ কলেজ শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সভাপতি মো. সুলতানুল আরেফিন।

সম্মেলনে আরও বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আমিনুল ‍ইসলাম খসরু, মাওলানা মতিউর রহমান, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের বরিশাল মহানগর সেক্রেটারি অধ্যাপক মো. জাহাঙ্গীর কবির।

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক ।। বর্ণিল আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার উদযাপন করেছে বাংলা নববর্ষ ১৪৩২। নতুন বছরকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *