বরগুনা প্রতিনিধি //
সাগরপাড়ের জেলা বরগুনায় দিনভর ঘন কুয়াশা ও মেঘলা আকাশ। ঘন কুয়াশা কারণে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এতে শীতের তীব্রতা বেড়ে গিয়ে জনজীবনে চরম ভোগান্তি নেমে আসে।
সকালের পর থেকেই জেলার আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন ও মেঘে ঢাকা। প্রচণ্ড ঠান্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও শ্রমজীবীরা। বিশেষ করে ভোর থেকে কাজে বের হওয়া দিনমজুর, ভ্যানচালক ও শ্রমিকরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
শুক্রবার হওয়ায় সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শীত ও কুয়াশার প্রভাবে রাস্তাঘাট ও বাজারে সাধারণ মানুষের চলাচল ছিল খুবই কম। অনেক ব্যবসা-প্রতিষ্ঠান বেলা ১২টা পর্যন্ত বন্ধ রাখতে দেখা গেছে।
বেলা সোয়া ১২টার দিকে বরগুনা জেলা সদরসহ জেলার ছয়টি উপজেলায় সূর্যের দেখা মিললেও তীব্রতা ছিল খুবই কম। ফলে শীতের অনুভূতি পুরোপুরি কাটেনি। এদিকে টানা কুয়াশা ও শীতের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থরা বেশি ঝুঁকিতে রয়েছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।