কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি ও বাশুরী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল করিম হাওলাদারকে একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার রাতে কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে, উপজেলা সদরের দক্ষিণ বাজার থেকে আব্দুল করিমকে (৪৮) গ্রেফতার করে। কাউখালী থানা সূত্রে জানা যায়,
২০২৪ সালের নভেম্বর মাসে কাউখালি উপজেলার বেকুটিয়ার নতুন বাজার এলাকায় বিএনপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে মারধর, ভাংচুর করে ক্ষতি সাধন ও খুন জখমের হুমকি ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “ওই মামলায় করিম এজাহারভুক্ত আসামি নন; তাকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।