বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী মনোনয়নপত্র দাখিল

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী //
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর–মির্জাগঞ্জ–দুমকী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন দাখিলকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণের বাহিরের সড়ক ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।মনোনয়নপত্র জমা দেওয়া শেষে জেলা প্রশাসক কার্যালয়ের বাইরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলতাফ হোসেন চৌধুরী। পরে দলীয় নেতাকর্মীরা তার বাসভবনের সামনে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আলতাফ হোসেন চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আমি আশাবাদী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমেই দেশের প্রায় ২০ কোটি মানুষ প্রমাণ করবে কীভাবে তারা তাদের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধার করতে জানে। এ সময় মনোনয়ন দাখিল কার্যক্রম কাভার করতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপির তিনশতাধিক নেতাকর্মী

মোঃ আল-আমিন, বাউফল // পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল বিএনপি ও সহযোগী সংগঠনের তিনশত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *