বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু: নিরব হোসেনের দাফন সম্পন্ন

মোঃ আল-আমিন, বাউফল //
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণকারী জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা মো. নিরব হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজে বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বাউফল আসনের বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি উপস্থিত ছিলেন।

এছাড়াও জানাজায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে গিয়ে মো. নিরব হোসেনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেন।

তার নির্দেশে একই দিন রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভুক্তভোগীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় যান।

এ সময় তারা মরহুমের দুই ভাই মুসফিকুর ও বাহাদুরের সঙ্গে কথা বলেন এবং স্বজনদের কাছে তারেক রহমানের ইচ্ছার কথা জানান। মৃত নিরব হোসেনের ছেলে জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ান বর্তমানে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সরকারিভাবে তাকে থাইল্যান্ডে চিকিৎসা করিয়ে আনা হয়।

 

 

আরো পড়ুন

মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু নুরের

পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *