বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাউফলে জাটকা রক্ষায় তেঁতুলিয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন

মোঃ আল-আমিন, বাউফল //
জাটকা সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা মৎস্য কর্মকর্তা পটুয়াখালী বিজন কুমার নন্দীর দিকনির্দেশনায় এবং থানা পুলিশের সহায়তায় মৎস্য অধিদপ্তর, বাউফল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তেঁতুলিয়া নদীর বিভিন্ন অংশে জাটকা নিধনে ব্যবহৃত নিষিদ্ধ ও ক্ষতিকর কারেন্ট জাল অপসারণ করা হয়। এ সময় প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, জাটকা নিধন বন্ধ না হলে ইলিশসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মাছের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জেলেদের সচেতন করতে মৎস্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরো পড়ুন

মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু নুরের

পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *