বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: হাফিজ উদ্দিন

ভোলা প্রতিনিধি  // ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের প্রার্থী অবসারপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, স্বৈরশাসনের কারণে বিগত ১৬ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি।

এবার ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। শনিবার (৩ জানুয়ারি) ভোলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই কয়েকজন প্রার্থীকে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া নিয়ে ওঠার চেষ্টা করছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।

এসময় ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছত, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

নির্বাচনী মাঠে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি : দিচ্ছেন প্রতিশ্রুতি, নিচ্ছেন ওয়াদা

ফাহিম ফিরোজ, বরিশাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি সংসদীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *