নিজস্ব প্রতিবেদক //
বরিশাল নগরীতে একটি বেপরোয়া ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুই যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরের রূপাতলী উকিলবাড়ির সামনে, বরিশাল-ঝালকাঠী আন্তঃমহাসড়কে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম এটি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার রাসেল (২৫)।
তারা দুজনেই এসিআই এনিমেল হেলথ স্টোরের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে অফিস শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেল নিয়ে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ঝালকাঠিগামী মালবোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) বেপরোয়া গতিতে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান।
গুরুতর আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) নিয়ে যান, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তারও মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান। কোতোয়ালী মডেল থানার পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ওসি আল মামুন উল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, লাশ শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।