বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

হিজলায় সমাজ সেবা দিবস পালিত

কাজল দে, হিজলা //
“প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়”এই স্লোগানকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, সমাজসেবা দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে ২ জানুয়ারি,শনিবার সকাল ১০ টায় র্যালী অনুষ্ঠিত হয়।র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা হলরুম সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।

আত্ন অনুসন্ধান শীর্ষক আলোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনিক বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম সহ উপজেলা জেলা প্রশাসনের কর্মকর্তা,সমাজসেবা ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন,সমাজের অবহেলিত,বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে প্রতি বছর পালিত হয় জাতীয় সমাজ সেবা দিবস।

জাতীয় সমাজ সেবা দিবস ২০২৬ এমন এক সময়ে এসে দাঁড়িয়েছে,যখন বৈশ্বিক সংকট,অর্থনৈতিক বৈষম্য,জলবায়ু পরিবর্তন ও সামাজিক অস্থিরতার প্রভাব বাংলাদেশের সমাজ কাঠামোকেও বহুমাত্রিকভাবে প্রভাবিত করছে।

এ বাস্তবতায় সমাজসেবার ভূমিকা আরও গভীর,বিস্তৃত ও সময়োপযোগী হয়ে উঠেছে।নারী,শিশু ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষায় সমাজসেবা অধিদফতর বিভিন্ন কাজ করে যাচ্ছে।সমাজের অগ্রগতিতে নারী ও শিশুর ভূমিকা অনস্বীকার্য।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *