বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পিরোজপুরে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
‎পিরোজপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ১৭ দিন আগে নিখোঁজ বাক প্রতিবন্ধী মারুফ সিকদারের (২৭) দাবি মরদেহটি মারুফের।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত মারুফ সিকদার পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি গ্রামের সাহেদ সিকদারের ছেলে।

‎পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মরদেহ শনাক্তের বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।
‎‎
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খালের ঝোপের মধ্যে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ওই এলাকায় ১৭ দিন ধরে নিখোঁজ থাকা বাক প্রতিবন্ধী যুবকের পরিবারকে খবর দিলে তারা মরদেহ ওই যুবকের দাবি করেন এবং যুবকের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার দাবি করেন। তবে এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।

নিহত মারুফ সিকদারের বাবা সাহেদ সিকদার বলেন, ‘গত মাসের ২৩ তারিখ আমার বাক প্রতিবন্ধী ছেলে নিখোঁজ হয়। আজকে একটি মরদেহ উদ্ধার হয়েছে। এখানে এসে দেখি এটা আমার ছেলের মরদেহ। আমার ছেলের বউ আর শ্বশুরবাড়ির সঙ্গে তার দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল। আমার ধারণা তাকে হত্যা করা হয়েছে।’
‎‎
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হোসেন বলেন, ‘পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রাম থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ওখানে এক পরিবার দাবি করছে মরদেহটি তাদের নিখোঁজ সন্তানের। তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মরদেহ শনাক্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে পরবর্তীতে এ বিষয়ে জানানো যাবে।’

আরো পড়ুন

প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান’র রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক // বরিশাল জেলা ও মহানগর প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম মেহেদী হাসান এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *