বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ভোলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নিজাম উদ্দিন

চরফ্যাশন প্রতিনিধি //
শিক্ষার্থীদের মানোন্নয়ন, সৃজনশীল পাঠদান এবং আধুনিক শিক্ষাব্যবস্থা বিস্তারে দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা ও এ পেশায় সুচারুরূপে দায়িত্ব পালনের স্বীকৃতি পেলেন চরফ্যাশনের মো. নিজাম উদ্দিন। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষ্যে কলেজ পর্যায়ে চরফ্যাশন উপজেলা ও ভোলা জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

ভোলা জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আজহারুল ইসলাম স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক সাফল্য, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা, সৃজনশীল ও যুগোপযোগী পাঠদান পদ্ধতি এবং শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ মো. নিজাম উদ্দিনকে এ সম্মানে ভূষিত করা হয়েছে।

মো. নিজাম উদ্দিন বর্তমানে ভোলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শিক্ষাজীবনে তিনি চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বরিশালের বিএম কলেজ থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতক সম্মান ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সক্রিয় লেখক ও সংগঠক হিসেবেও পরিচিত। তাঁর রচিত ‘বাণী চিরন্তনী’ শীর্ষক বইটি ঢাকা ও চরফ্যাশনের বিভিন্ন লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। এছাড়া তাঁর সম্পাদনায় ‘জ্যোতি’ ও ‘কোয়ান্টাম’ নামে দুটি ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। জাতীয় দৈনিক নয়া দিগন্ত ও বাংলাদেশ বাণীসহ বিভিন্ন পত্রিকায় তাঁর শিক্ষামূলক প্রবন্ধ নিয়মিত প্রকাশ পাচ্ছে।

শিক্ষা বিস্তারে অবদানের অংশ হিসেবে তিনি জনতা বাজার ডিগ্রি কলেজে পাঠদানের পাশাপাশি সকালে ‘আল-আরাফাহ কিন্ডারগার্টেন’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন। এছাড়া ঢাকার ঐতিহ্যবাহী সুন্দর হাতের লেখা প্রতিষ্ঠান ‘থ্রি ফিঙ্গারস’-এর চরফ্যাশন শাখার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তাঁর পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আপসহীন নিষ্ঠা চরফ্যাশনের শিক্ষাঅঙ্গনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আধুনিক ও সৃজনশীল পাঠদান, শিক্ষার্থীবান্ধব মনোভাব এবং নেতৃত্বগুণের কারণে তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। একই সঙ্গে সহকর্মীদের কাছেও তিনি একজন শ্রদ্ধাভাজন ও অনুকরণীয় শিক্ষক হিসেবে পরিচিত।

এ অর্জন সম্পর্কে স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা বলেন, মো. নিজাম উদ্দিনের মতো নিবেদিতপ্রাণ ও দক্ষ শিক্ষকদের হাত ধরেই মফস্বল এলাকার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মো. নিজাম উদ্দিন বলেন, “দীর্ঘদিন সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতার দায়িত্ব পালন করে আসছি। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়া আমার জীবনের এক গর্বের মুহূর্ত।”

উপজেলা ও জেলা পর্যায়ে অর্জিত এই সম্মান শুধু মো. নিজাম উদ্দিনের ব্যক্তিগত সাফল্য নয়; বরং চরফ্যাশন উপজেলার সমগ্র শিক্ষা পরিবারের জন্যই এটি একটি অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরো পড়ুন

নৈস্বর্গিক সৌন্দর্যের পর্যটন সম্ভবনার দ্বীপ তারুয়া

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : পূর্বে প্রমত্তা মেঘনা, পশ্চিমে খরস্রোতা তেতুলিয়া, উত্তরে বুড়াগৌরাঙ্গ নদ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *