নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)-এর নির্বাচনী প্রতীক হাতপাখার পক্ষে জোরালো গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন নারী কর্মীরা। নারী কর্মীদের এই সক্রিয় উপস্থিতি নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
আজ বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় নারী কর্মীরা দলবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা নারীদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নৈতিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে হাতপাখা প্রতীকের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে নারী ভোটারদের মাঝে এই প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রচারণাকালে নারী কর্মীরা বলেন,“বর্তমান সমাজ বাস্তবতায় নারীর মর্যাদা ও নিরাপত্তা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য হাতপাখা প্রতীকই সবচেয়ে যোগ্য। আমরা ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছি।”
তারা আরও বলেন, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নারীর অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। তার নেতৃত্বে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠন সম্ভব—এই বিশ্বাস থেকেই নারী কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছেন।
এ সময় উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ বলেন, নারী কর্মীদের এই ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে হাতপাখা প্রতীকের পক্ষে জনসমর্থন দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হাতপাখার বিজয়কে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, বরিশাল–৫ আসনে হাতপাখার পক্ষে নারী কর্মীদের এই গণসংযোগ ও প্রচারণা নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।