নিজস্ব প্রতিবেদক | আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) জমজমাট গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন তিনি।
নির্বাচনী প্রচারণায় ইসলামের পক্ষে একমাত্র বাক্স হিসেবে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানাচ্ছেন প্রার্থী ও তার নেতাকর্মীরা। এলাকার নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেক ভোটারের কাছে হাতপাখা প্রতীকের গুরুত্ব তুলে ধরছেন এবং ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী নেতৃত্বের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করছেন।
প্রচারণাকালে প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন,
“দেশ ও জাতির সার্বিক কল্যাণ, ইনসাফভিত্তিক সমাজ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ইসলামের পক্ষে একমাত্র বাক্স হলো হাতপাখা। জনগণের মৌলিক সমস্যার সমাধানই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়ম দূরীকরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাস্তবসম্মত কর্মসূচি বাস্তবায়ন করবে। এলাকাভেদে জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাসও দেন তিনি।
আজ বাকেরগঞ্জ উপজেলার চরাদি হলতা বাজার, দুধল মেয়ার হাট, দাড়িয়াল শর্সী বাজার, দাড়িয়াল মাতুব্বর হাট, দাড়িয়াল বাংলা বাজারসহ বিভিন্ন ইউনিয়নের বাজার ও পাড়া-মহল্লায় দিনব্যাপী গণসংযোগ করেন তিনি। সন্ধ্যা পর্যন্ত এই গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকে। প্রচারণায় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি ফয়জুল ইসলাম, বাকেরগঞ্জ পূর্ব ইসলামী আন্দোলনের সভাপতি মাহাবুবুল ইলিয়াস, চরাদি ইউনিয়নের সভাপতি মাওলানা ইউনুস আহমদ, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ সোলাইমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, বরিশাল–৬ আসনে হাতপাখার পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটছে এই গণসংযোগে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে জনগণের রায়ে হাতপাখা প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।